৩ জুলাই রাজ্যসভার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “কাশ্মীরে সন্ত্রাসবাদের ঘটনা কমছে।” গত কয়েক মাসের ঘটনায় সেই আশ্বাসে ভরসা রাখা যাচ্ছে কি? জম্মু-কাশ্মীরে এত দিনের চেনা ছক পাল্টাচ্ছে জঙ্গিরা? নতুন সংগঠনের নাম শোনা যাচ্ছে বার বার? কারা তারা? নতুন অস্ত্রশস্ত্র আর প্রযুক্তিও হাতে এসেছে এ সব জঙ্গিদের। সন্ত্রাসবাদের নতুন নকশায় কি ফের ’৯০-এর অশান্তি ফিরছে উপত্যকায়?