Khalistani Row

বিজেপি দফতরের বাইরে নেতাকে ‘ধাওয়া’ শিখেদের, অষ্টম দিনেও ধর্না অব্যাহত

‘খলিস্তানি’ মন্তব্যের জেরে আট দিন ধরে বিজেপি দফরের বাইরে ধর্নায় বসে আছেন কলকাতার শিখ নাগরিকদের একাংশ। শুভেন্দু অধিকারী ক্ষমা না চাইলে নরেন্দ্র মোদীর সামনে বিক্ষোভের হুঁশিয়ারি আন্দোলনকারীদের।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন, আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৭
Share:
Advertisement

বিজেপির সন্দেশখালি কর্মসূচিতে ‘খলিস্তানি’ মন্তব্যের প্রতিবাদে এখনও ধর্নায় শিখ সম্প্রদায়। মুরলীধর সেন লেনের বিজেপির রাজ্য দফতরের সামনে টানা আট দিন ধরে চলছে ধর্না। মঙ্গলবার, ধর্নার অষ্টম দিনে বিজেপি দফতরে সিআরপিএফ দেহরক্ষী-সহ হাজির এক বিজেপি নেতা। দফতর থেকে বেরোতেই তাঁর পিছনে ছোটেন ধর্নারত শিখেরা। তবে ওই নেতা কোনও কথা বলতে চাননি। ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করে নিজেদের অভিযোগও জানিয়েছেন শিখেরা। থানায়ও অভিযোগ দায়ের হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন শিখেরা। মার্চে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর সামনেও বিক্ষোভ দেখানোর পরিকল্পনা কলকাতার শিখেদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement