প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ডানকুনিতে খালের জমির উপরে খাটাল তৈরি হচ্ছিল। অভিযান চালিয়ে, জেসিবির সাহায্যে সেই বেআইনি নির্মাণ ভেঙে দিল পুরসভা। অভিযোগ, চার থেকে বারো নম্বর ওয়ার্ডের দু’পাশে খাটাল ব্যবসার জন্য বিপন্ন খালের স্বাস্থ্য। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার খাটাল মালিকদের নিয়ে বৈঠক করে খাল সংস্কারের চেষ্টা হয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে নতুন খাটাল তৈরিতেও। তা সত্ত্বেও খালের জমি দখল করে খাটাল তৈরি বন্ধ না হওয়ায় কড়া পদক্ষেপ করল পুরসভা।