সঠিক সময়ে ময়ূরাক্ষী দুমকা-হাওড়া এক্সপ্রেস ট্রেন চলাচল করছে না। এই অভিযোগে দুবরাজপুর স্টেশনে নিত্যযাত্রীরা ময়ূরাক্ষী এক্সপ্রেস ট্রেনের সামনে বসে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ প্রায় প্রত্যেক দিনই সময়ের থেকে দেরিতে আসছে ট্রেন। যার ফলে তাঁদের কোনও কাজই হচ্ছে না।
আজ সকালে ময়ূরাক্ষী এক্সপ্রেস দুবরাজপুর স্টেশনে এলে ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। প্রায় দু ঘণ্টা ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে উপস্থিত হন রেল পুলিশ ও দুবরাজপুর থানার পুলিশ। রেলের অধিকারিকেরা দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিলে সকাল ৮:৪৫ মিনিটে দুবরাজপুর স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হয়। ময়ূরাক্ষী এক্সপ্রেস ট্রেনটি অবরুদ্ধ হওয়ায় অনেকে বাড়ি ফিরে যান। ক্ষতির মুখে পড়েন অনেকেই।