‘রেমাল’—আরবি ভাষায় যার অর্থ বালি। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যে গভীর নিম্নচাপ, তা রবিবার রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছেন আবহবিদেরা। এই ঘূর্ণিঝড়ের নাম ‘রেমাল’ রেখেছে ওমান। গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ‘রেমাল’ উপকূলে আছড়ে পড়বে রবিবার মধ্যরাতে। বাংলাদেশের খেপুপাড়া হয়ে পশ্চিমবঙ্গের সাগরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রেমাল’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। প্রাক বর্ষায় এটিই প্রথম ঘূর্ণিঝড়।