ওড়িশায় বিজেপি সরকার গঠনের পর এটাই ছিল প্রথম ‘অগ্নিপরীক্ষা’। ‘ডেনা’ মোকাবিলায় শুরু থেকেই ‘জ়িরো ক্যাসুয়ালটি’ মিশনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সেই মতো ঘূর্ণিঝড়ের হানাদারির আগেই রাজ্যের দশ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় ওড়িশা সরকার। রাজ্যের দশ জেলায় উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। এনডিআরএফ-এর ২০টি দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজে শামিল হয় ওড়িশা বিপর্যয় মোকাবিলা দলের আরও ৫১টি টিম। গোটা পরিকল্পনায় প্রশিক্ষিত ভলান্টিয়ার-সহ গ্রাম পঞ্চায়েতগুলিকেও সুপরিকল্পিত ভাবে ব্যবহার করে ওড়িশা সরকার। ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুর, পুরী, বালেশ্বর, ময়ূরভঞ্জের মতো জেলায় চলে ‘ননস্টপ’ উদ্ধারকাজ।