ED Raid in Sujit Bose House

সুজিতের শ্রীভূমিতে রুটমার্চ সিআরপিএফের, ইডির হানা দমকলমন্ত্রীর বাড়িতে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন তৎপরতা ইডির। দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি চলছে। পাড়ায় টহল দিচ্ছেন সশস্ত্র সিআরপিএফ জওয়ানেরা।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
লেকটাউন শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১৫:৫৯
Share:
Advertisement

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকে একের পর এক তল্লাশি অভিযান। সাতসকালে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, বরানগরের বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। সন্দেশখালির সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, প্রতি ক্ষেত্রেই বাড়তি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। সুজিত বসুর শ্রীভূমির দু’টি বাড়িতেই তল্লাশি চালাচ্ছে ইডি। সকাল থেকে দেখা গিয়েছে, এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তাঁদের সঙ্গে লাঠি, বন্দুক ছাড়াও রয়েছে টিয়ার গ্যাসের সেল। কোথাও জটলা দেখলেই তাঁদের প্রশ্ন, “কেন এখানে দাঁড়িয়ে আছেন?” মন্ত্রীর বাড়ির সামনে কাউকে অকারণে বসে থাকতে দেখলেও সরিয়ে দেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement