বাড়িতে ফের ফাটল,দুর্গা পিতুরিতে বাড়ি ছাড়লেন বাসিন্দারা
বৃহস্পতিবার সকালে দেখা যায়, দুর্গা পিতুরি লেন এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছ। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। পাশে যেখানে মেট্রো রেলের কাজ চলছিল, সেটিও বন্ধ রাখা হয়েছে। মেট্রোর কাজের জন্যই ক্ষতি হওয়ায় মেট্রো কর্তৃপক্ষ জানায় তারা এলাকাবাসীদের হোটেলে রাখার বন্দোবস্ত শুরু করেছে। বিভিন্ন বাড়িতে ফাটল ধরার পড়ার পরেই মেট্রোর কাজ বন্ধ করে দেওয়া হয়। পুলিশ বাহিনী ও কলকাতা পুরসভার কর্মীরা মাইকে প্রচার করে ফাটল ধরা বাড়িগুলির বাসিন্দাদের বাইরে বেরিয়ে আসতে অনুরোধ করেন। পরে এলাকার বাসিন্দাদের অন্যত্র নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।