Adipurush

ধর্মীয় ভাবাবেগে আঘাত! ‘আদিপুরুষ’ নিষিদ্ধ করার দাবি করে আদালতে হিন্দু সেনা

ছবি মুক্তির পর ৪৮ ঘণ্টাও কাটল না, সংলাপ, চিত্রনাট্য এবং ভিএফএক্স নিয়ে রোষের মুখে প্রভাস, কৃতি, সইফ আলি অভিনীত ‘আদিপুরুষ’। ছবির প্রদর্শনী বন্ধের দাবিও করল হিন্দু সেনা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৫:৫৯
Share:
Advertisement

মুক্তি পাওয়ার দু’দিনের মধ্যেই ১৪০ কোটির ব্যবসা। আর্থিক সাফল্যের মুখ দেখা সবে শুরু হয়েছিল, এরই মধ্যে বিপাকে ‘আদিপুরুষ’। ৫০০ কোটি টাকার ছবি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। অভিযোগ, পৌরাণিক গল্পের আধারে নির্মিত প্রভাস, কৃতি, সইফ আলি অভিনীত ছবি ‘আদিপুরুষ’ ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। ছবির সংলাপ, চিত্রনাট্য এবং প্রযুক্তিকে ব্যবহার করে যে সব দৃশ্য নির্মাণ করা হয়েছে, তার কঠোর সমালোচনা করেছে হিন্দু সেনা। রামভক্ত হনুমানের মুখে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। ছবির প্রদর্শনী বন্ধের দাবি তুলে ইতিমধ্যেই দিল্লি আদালতে হলফনামা দিয়েছে হিন্দু সেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement