mosque

মসজিদের উল্টো দিকে ‘বৃন্দাবন’, এখন বাজেপ্রতাপপুরের ঘুম ভাঙে আজান-ধ্বনি আর হরিনামের মিলিত সুরে

বর্ধমান পাড়ার মধ্যিখানে প্রাচীন মসজিদ। ঠিক তার উল্টো দিকে গত বছর তৈরি হয়েছিল ‘কেদারনাথ’। এ বার ‘বৃন্দাবন’।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:২২
Share:
Advertisement

পাড়ার মধ্যিখানে প্রাচীন মসজিদ। ঠিক তার উল্টো দিকে গত বছর তৈরি হয়েছিল ‘কেদারনাথ’। এ বার ‘বৃন্দাবন’। কোনও কল্পকাহিনি নয়। বাস্তবেই এই ছবি ধরা পড়েছে বর্ধমান শহরের ৪ নম্বর ওয়ার্ডে। মসজিদের আজান-ধ্বনি আর বৃন্দাবনের হরিনাম সংকীর্তনের মিলিত সুরে এখন ঘুম ভাঙছে বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির বাসিন্দাদের। গত বছর, ৯৮তম বর্ষে আর্থিক সমস্যায় পুজো বন্ধের উপক্রম হয়। তা শুনে এগিয়ে আসেন স্থানীয় কাউন্সিলর নুরুল আলম। তৈরি হয় নতুন কমিটি। সে বার পুজোর থিম ছিল ‘কেদারনাথ’। এ বার ১৫ লক্ষ টাকা বাজেটে থিম ‘বৃন্দাবন’। যার জন্য এখন নাওয়াখাওয়ার সময় নেই এলাকার হায়দার খান, ফজরউদ্দিন, সুমন দত্ত, পলাশ নাগেদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement