বৃষ্টি মাথায় নিয়েই রথের রশিতে টান দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বারই রথযাত্রার দিন সকালে মুখ্যমন্ত্রী চলে যান মিন্টো পার্কের ইসকনে। সেখানকার রথযাত্রা এ বার পা দিল ৫৩ বছরে।
পোহুন্ডি বিজয় অর্থাৎ জগন্নাথ রথে চড়েছেন সকালেই। বেলা যত গড়িয়েছে বেড়েছে ভক্ত সমাগম। বেলা ২টোর পর মুখ্যমন্ত্রী এসে আরতি করেন। প্রবল বৃষ্টির মধ্যেই টান দেন রথের। গড়াতে শুরু করে রথের চাকা। গোটা কলকাতা ঘুরবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ। এজেসি বোস রোড-শরৎ বোস রোড-হাজরা রোড-শ্যামাপ্রসাদ মুখার্জি রোড-আশুতোষ মুখার্জি রোড-চৌরঙ্গী রোড-এক্সাইড মোড়-জেএল নেহরু রোড-আউটরাম রোড হয়ে রথ যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই তার মাসির বাড়ি। আগামী কয়েকদিনের ঠিকানা।