প্রতিবেদন: রিঙ্কি, চিত্রগ্রহণ : অসীম, সম্পাদনা: বিজন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। ঘটনার পর সক্রিয় হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন। মৃত পড়ুয়ার বয়স ১৮ হয়নি। তাই তৎপর হয়েছে শিশু সুরক্ষা কমিশনও। যে সব অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা কলকাতায় পড়তে আসে, বিশেষত হস্টেলে থাকে যারা, তারা কোনও সমস্যার সম্মুখীন হলে কোথায় যাবে? অভিযোগ জানাবে কার কাছে? ক্যাম্পাসে বা হস্টেলে তাদের সুরক্ষা সুনিশ্চিত করার কোনও বিশেষ ব্যবস্থা আছে? এ নিয়ে কী বলছে শিশু সুরক্ষা কমিশন?