“ভোট প্রচারের জন্যই আমায় ডেকেছিলেন।” বলছেন আফরিন সুলতানা। ‘টক টু মেয়রে’ আফরিনের সঙ্গে কথা বলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। শুনেছিলেন তাঁর সমস্যার কথা। আশ্বাসও দিয়েছিলেন। তার পর চার মাস কেটে গিয়েছে। কেন ফের অভিযোগ আফরিনের? মেয়র অবশ্য স্বপক্ষে যুক্তি দিচ্ছেন। কী বলছেন ববি হাকিম?