মেয়েদের অধিকার কেড়ে নিতে বার বার পথে নেমেছেন। আরও অনেকের সঙ্গে গলা মিলিয়ে ডাক দিয়েছেন ‘রাত দখলে’র। তা নিয়ে সমাজমাধ্যমে ট্রোলেরও শিকার হয়েছেন। কেন প্রতিবাদে গিয়ে হাসিমুখে ছবি তুলেছেন? কেন আন্দোলনের মাঝেই সিনেমার পোস্টার লঞ্চ হল? কেন রূপান্তরিত নারী হয়েও ‘মেয়েদের’ আন্দোলনে? হাজারও প্রশ্ন, তির্যক মন্তব্য আর ট্রোলের মুখে দাঁড়িয়েও স্লোগান থামাননি স্বস্তিকা, সুদীপ্তা, বন্যা, তানিকারা। আগমনীর আড্ডায় স্রবন্তী বন্দ্যোপাধ্যায় শুনলেন তাঁদের গল্প, যাঁরা নিজেদের ‘দেবী’ বলে ভাবেন না, সাধারণ মানুষী হিসাবেই দেখতে চান।