সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ‘প্যান ডি’ খান। গা-ম্যাজম্যাজ করলে মুখে পোরেন ‘প্যারাসিটামল ৫০০’। কিন্তু জানেন কি, সাম্প্রতিকতম গুণমানের পরীক্ষায় ডাহা ফেল করেছে এই দু’টি-সহ মোট ৫৩টি নির্দিষ্ট ব্যাচের ওষুধ! ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজ়েশন’ বা ‘সিডিএসসিও’ (CDSCO) এই মর্মে একটি সতর্কবার্তা জারি করেছে। সিডিএসসিও (CDSCO) জানিয়েছে, তাদের গুণমানের পরীক্ষায় ৫০টিরও বেশি নির্দিষ্ট ব্যাচের ওষুধ ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ বা ‘এনএসকিউ’। সহজ ভাবে বলতে গেলে, ওই ওষুধগুলি গুণমানের মাপকাঠিই উতরোতে পারেনি।