প্রতিবেদন: রিঙ্কি , সম্পাদনা: বিজন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ অনেকদিন আগেই ক্যাম্পাস চত্বর, হস্টেলে সিসি ক্যামেরা বসানোর চেষ্টা করলে বাধা দিয়েছিল পড়ুয়াদের একাংশ। বিশ্ববিদ্যালয়ে কোথাও সিসি ক্যামেরা নেই বলেই সেখানে নিয়মকানুন মানা হয় না, এমন অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। রাজ্য শিশু সুরক্ষা কমিশন, রাজ্য মানবাধিকার কমিশনের তরফে একাধিক বার সিসি ক্যামেরা বসানোর দাবি জানানো হয়েছে। মামলা হয়েছে আদালতেও। এই পরিস্থিতিতে যাদবপুরের নতুন অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ দায়িত্ব পাওয়ার পর পরই জানিয়ে দেন, বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানো হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, হস্টেলের বিভিন্ন জায়গায় মোট ১০টি এলাকা চিহ্নিত করা হয়েছে।