এক হাতে অঙ্ক বই, অন্য হাতে রং-তুলি। ভবিষ্যতে অঙ্ক নিয়েই পড়তে চায় সব্যসাচী। এবার সিবিএসই-র দশম শ্রেণীর পরীক্ষায় কলকাতায় প্রথম সব্যসাচী লস্কর। স্বপ্ন অধ্যাপক হওয়ার। সারা দেশের মধ্যে প্রত্যেকটি বিষয়ে ১০০-র মধ্যে ১০০ পেয়ে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে। নরেন্দ্রপুরের বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সব্যসাচী লস্কর। সব্যসাচীর কথায়, “পাঠ্যসূচিতে এখন অনেক বদল এসেছে। ফলে গোটা বইটাই খুঁটিয়ে পড়তে হয়। সময়ের মধ্যে যাতে সবটা শেষ করতে পারি, তার অভ্যাসও চালিয়ে গিয়েছি।”
উল্লেখ্য, দশমের এই কৃতীর ছবি আঁকার পাশাপাশি শখ রয়েছে শাস্ত্রীয় সংগীতের ওপরও। অঙ্ক ছাড়া অন্য কোনও বিষয়েই আলাদা করে কোনও গৃহশিক্ষক ছিল না সব্যসাচী লস্করের। তাই ১০০ শতাংশ নম্বর পেয়ে সে রীতিমতো খুশি। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত সব্যসাচীর বাবা মা।