SSC recruitment scam

পরস্পরকে দোষারোপ করছেন, শান্তি প্রসাদ ও অশোক সাহার বিরুদ্ধে আদালতে অভিযোগ সিবিআইয়ের

বাগ কমিটির মতে মূল চাঁই দু’জনেই, দাবি সিবিআইয়ের আইনজীবীর, পাল্টা সিবিআইয়ের বিরুদ্ধে দীর্ঘসূত্রতার অভিযোগ শান্তিপ্রসাদের আইনজীবীর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ১৩:৫৯
Share:
Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হা এবং অশোক সাহাকে সোমবার আবারও সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হল।

শুনানিতে শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত এবং দীপঙ্কর বসু জানান, এসএসসি দুর্নীতি নিয়ে আগেই হাই কোর্টের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে একটি কমিটি তদন্ত করেছিল। সে ক্ষেত্রে তিনি প্রশ্ন তোলেন, দুর্নীতি সংক্রান্ত সব তথ্যই যদি বাগ কমিটির কাছ থেকে সিবিআই পেয়ে থাকে, তবে নতুন করে সিবিআই হেফাজতে তাঁর মক্কেলকে রাখার প্রয়োজন পড়ছে কেন? এর আগে সিবিআই যতবার ডেকেছে, ততবার তাঁর মক্কেল হাজিরা দিয়েছেন বলেও দাবি করেছেন শান্তিপ্রসাদের আইনজীবী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement