প্রতিবেদন: সুদীপ্তা
ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহের সভা করার ২৪ ঘণ্টার মধ্যেই শহরজুড়ে ফের সিবিআই অভিযান। তৃণমূলের দুই প্রভাবশালী কাউন্সিলরের বাড়িতে চলছে তল্লাশি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জোড়া দল তল্লাশি করল বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে। এ দিন সকালে সাড়ে আটটা নাগাদ দেবরাজ চক্রবর্তীর জ্যাংড়ার বাড়িতে প্রথম তল্লাশি চালান সিবিআই আধিকারিকেরা। তারপর সেখান থেকে দেবরাজকে সঙ্গে নিয়েই বাগুইআটির দক্ষিণপাড়ায় চলে আসেন অন্য আরেকটি ফ্ল্যাটে। জিএনএস সরণির বালাজি অ্যাপার্টমেন্টে ঘণ্টা দু’য়েকের তল্লাশির পর বেরিয়ে যান সিবিআই আধিকারিকেরা। গোয়েন্দা অভিযান শেষে দেবরাজ চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, সিবিআই আধিকারিকেরা তাঁর ব্যাঙ্কের যাবতীয় তথ্য চেয়েছেন, তিনি তা দিয়েছেন। যেহেতু আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, তাই আগামী দিনেও তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
স্থানীয়দের বয়ান অনুযায়ী, জিএনএস সরণির বালাজি অ্যাপার্টমেন্টের প্রথম তলায় গানের স্কুল রয়েছে দেবরাজ চক্রবর্তীর স্ত্রী অদিতি মুন্সীর। সিবিআই আধিকারিকেরা বেরিয়ে যেতেই দেবরাজ চক্রবর্তীকে নিয়ে স্লোগান দিতে শুরু করেন তাঁর অনুগামীরা। তৃণমূল সমর্থকদের অভিযোগ, বিজেপিই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করছে।