প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
শনিবার সকাল সাতটা থেকে দুপুর দু’টো। সাত ঘণ্টা ধরে চলল তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। কৃষ্ণগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে সিবিআই হানা। ৭-এ, আলিপুর জাজেস কোর্ট রোডের ‘রত্নাবলী’ বহুতলের ৯ নম্বর ফ্ল্যাটটি দীপেন্দ্রলাল মৈত্রের নামে। তিনি মহুয়া মৈত্রের বাবা। সিবিআই আধিকারিকেরা ফ্ল্যাটে আসার পর মহুয়া মৈত্রের মা মঞ্জু মৈত্র-কে ডেকে পাঠানো হয়। তিনি আসেন। সাত ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। সিবিআইয়ের একটি সূত্রে খবর, ওই মামলাতেই তদন্ত। সিবিআই আধিকারিকেরা বেরিয়ে যাওয়ার পরেই বেরিয়ে যান মহুয়া মৈত্রের মা-ও। সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি।