Brigade

ব্রিগেডের সাফল্য কামনায় বার্তা বুদ্ধের , ‘খেলার মাঝ মাঠ দখল করব’, যুদ্ধের হুঙ্কার মিনাক্ষীর

ইনসাফ সভায় বুদ্ধের বার্তা পড়ে শোনালেন মিনাক্ষী মুখোপাধ্যায়।

প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ২০:২৩
Share:
Advertisement

ব্রিগেডে বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সভার সাফল্য কামনায় বিশেষ বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের। শনিবারই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে বুদ্ধদেবের সঙ্গে দেখা করে আসেন মিনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তেরা। আর রবিবার বুদ্ধদেবেরই বার্তা ব্রিগেডের মাঠ থেকে পড়ে শোনালেন মিনাক্ষী। ‘যেখানে ডাক পড়ে/জীবন-মরণ-ঝড়ে আমরা প্রস্তুত’— রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমরা নূতন যৌবনের দূত’ থেকে নেওয়া এই দু’টি লাইনই পড়ে শোনান তিনি। এরপরই রণহুঙ্কার দিয়ে মিনাক্ষীর বক্তব্য, “খেলার মাঝ মাঠ দখল করব”। ৪ নভেম্বর কোচবিহার থেকে ইনসাফ যাত্রা শুরু করে ডিওয়াইএফআই। ৫০ দিন প্রায় ৩,০০০ কিলোমিটার রাস্তা হেঁটে তা শেষ হয় কলকাতায়। যাদবপুরে সমাপ্তি সভা করার সঙ্গে সঙ্গেই আবার শুরু হয়ে যায় ব্রিগেডের প্রস্তুতি। রবিবার নতুন বছরের প্রথম ব্রিগেড করল বাম যুবরা। সেখানেই বক্তব্য রাখলেন মিনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য-সহ আভাস রায়চৌধুরী, মহম্মদ সেলিমের মতো সিপিএম নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement