প্রতিবেদন: সুদীপ্তা এবং প্রচেতা, সম্পাদনা: সৈকত
সন্দেশখালির বেড়মজুর। শেখ শাহজাহান এবং তাঁর দলবলের হাতে জমি বেহাত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই সম্প্রতি খবরে এসেছে সুন্দরবন অঞ্চলের এই জায়গা। অঞ্চল পরিদর্শনে এসেই বিপত্তি। খালের উপরের সাঁকো ভেঙে সটান জলে বিডিও! সরকারি পদাধিকারীর এমন ‘ভরাডুবি’তে স্বাভাবিক ভাবেই তৃণমূলের ‘উন্নয়ন’ নিয়ে প্রশ্ন উঠেছে। কার্যত নাক কাটা গেছে সরকারের! একে তো পরিস্থিতি উত্তপ্ত, তার উপর সাঁকো ভেঙে বিডিওর জলে পড়ে যাওয়ার ঘটনা— ক্ষোভ প্রশমিত করতে দিন কুড়ির মধ্যেই সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে প্রশাসন। সন্দেশখালির মানুষের সংশয়, অনেকেই আসে, আশাও দেয়... কিন্তু কাজ গড়ায় না। যদিও এ বার তৎপরতার সঙ্গেই শুরু হয়েছে কাজ। বেড়মজুর চাইছে, কথা রাখুক সরকার।