প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সৈকত
মনসুর আলি খান পটৌডী মেমোরিয়াল লেকচারে বক্তৃতা করতে কলকাতায় কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান চার্লস লারা। পটৌডী স্মরণে ভারতীয় ক্রিকেটের পাঁচ নক্ষত্রের কথা উল্লেখ ‘ত্রিনিদাদের যুবরাজের’। মনসুর আলি খান পটৌডীর সঙ্গেই ভারতীয় ক্রিকেটের উত্তরণে সুনীল গাওস্কর, কপিল দেব, সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির ভূমিকার কথা উল্লেখ লারার। ব্যক্তিগত প্রতিভা থেকে দলগত জয়, ক্রিকেটে স্পনসরশিপ নিয়ে আসা থেকে খেলার প্রতি অনুরাগ— ভারতীয় ক্রিকেটের বিবর্তনে লারা মুগ্ধ। ১৯৮৩ সালে কপিল দেবের হাত ধরে বিশ্বজয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুনীল গাওস্করের দাপট, সচিন তেন্ডুলকরের প্রতিভা এবং বিরাটের পেশাদারিত্ব— নিজের বক্তৃতায় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দিয়েছেন ক্যারিবিয়ান তারকা। সবার উপরে রেখেছেন মনসুর আলি খান পটৌডীকে। দুর্ঘটনায় একটি চোখ হারানোর পরও ক্রিকেটে যে কৃতিত্ব পটৌডী অর্জন করেছেন, তা লারাকে বিস্মিত করেছে। যদিও লারা চান, তাঁর ছেলে শিখুক বিরাটের থেকেই। নিজের বাক্যবন্ধেই তিনি বুঝিয়ে দিয়েছেন খেলার প্রতি বিরাটের মনোযোগ, প্রস্তুতি এবং পেশাদারিত্ব এক কথায় ‘লা-জবাব’।