Education Commission

বেসরকারি স্কুলের ‘যথেচ্ছাচার’-এ রাশ, নতুন শিক্ষা কমিশন গড়ল রাজ্য

শিক্ষা কমিশনের মাথায় থাকবেন হাই কোর্টের এক জন অবসরপ্রাপ্ত বিচারপতি।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ১৭:৩২
Share:
Advertisement

এ বার থেকে আর যথেচ্ছ বেতন নিতে পারবে না বেসরকারি স্কুলগুলি। তাদের নির্দিষ্ট নিয়মে বেঁধে রাখতে একটি কমিশন গড়ছে রাজ্য। সোমবার এই সংক্রান্ত একটি বিল মন্ত্রিসভার অনুমোদন পেল। নতুন বিলে বলা হয়েছে, বেসরকারি স্কুলের বেতন কাঠামো বেঁধে দেওয়ার জন্য তৈরি করা হবে একটি কমিশন। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বেসরকারি স্কুলের সম্পর্কে বিভিন্ন অভিযোগ আসছিল, মুখ্যমন্ত্রীর কাছেও অনেক অভিযোগ এসেছিল। কোন স্কুলে কত বেতন হবে তা নির্ধারণ না করলেও নিয়ন্ত্রণ করবে কমিশন। এই কমিশনের মাথায় থাকবেন হাই কোর্টের এক জন অবসরপ্রাপ্ত বিচারপতি, যাঁকে নিয়োগ করবে খোদ রাজ্য সরকার। তাঁরই নেতৃত্বে ওই কমিশন কাজ করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement