SEP

প্রথম ভাষা নিজের ইচ্ছে মতো, তবে বাংলা ভাষার প্রতি বাড়বে জোর, জানালেন ব্রাত্য

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের শিক্ষানীতিকে অনুমোদন করা হয়েছে।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ১৭:১৪
Share:
Advertisement

প্রথম ভাষা নিজের ইচ্ছে মতো, তবে বাংলা ভাষার প্রতি জোর বাড়ছে এ রাজ্যের শিক্ষানীতিতে। সোমবার মন্ত্রীসভায় রাজ্য শিক্ষানীতির খসড়া নির্ধারণ হওয়ার পর মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, যেমন কলকাতায় কোনও পড়ুয়া প্রথম ভাষা হিসাবে বাংলা নিতে পারে, তেমনই দার্জিলিঙে কেউ চাইলে প্রথম ভাষা হিসাবে বেছে নিতে পারে নেপালিকে। জাতীয় শিক্ষানীতির কিছু প্রস্তাব গ্রহণ করে, কিছু অদলবদল করে নিজেদের নতুন শিক্ষানীতি প্রণয়ন করা পথে হাঁটছে রাজ্য। সেখানে যেমন রাজ্য সরকারের স্কুলগুলিতে সেমেস্টার পদ্ধতি চালুর ভাবনা রয়েছে, তেমনই রাজ্যের স্কুলগুলিতে ছাত্র-শিক্ষক অনুপাত বজায় রাখতে শিক্ষকদের চাকরিজীবনের পাঁচ বছর বা নির্দিষ্ট একটি সময় গ্রামে গিয়ে শিক্ষকতা করার কথাও বলা হয়েছে শিক্ষকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement