প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত
উপাচার্য নিয়োগে নাম পাঠানোকে কেন্দ্র করে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, রাজ্যপালের পাঠানো তালিকায় এ রাজ্যের কোনও শিক্ষাবিদের নাম নেই । সার্চ বা অনুসন্ধান কমিটির সদস্য মনোনয়নের জন্য রাজ্য, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)—তিন পক্ষকেই পাঁচটি নাম জানাতে বলে আদালত। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানায়, সদস্যদের নাম জানার পর প্রত্যেক পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে তিন জনের সার্চ কমিটি গঠন করা হবে। এই কমিটিই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্যের নাম প্রস্তাব করবে।