‘শরীর নিয়ে ঠাট্টা-তামাশা চলত!’ ১০ বছর বয়সে জাহ্নবীর ছবি ফাঁস পর্নোগ্রাফি সাইটে!
“ছবিগুলো আসলে মর্ফ করা। কিন্তু বন্ধুরা বিশ্বাস করত না”, বললেন জাহ্নবী।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৯
Share:
Advertisement
বেড়ে ওঠা ক্যামেরার সামনেই। ফ্রেমবন্দি হতেন রোজই। মাত্র ১০ বছর বয়সে একটি ছবিতে কারসাজি করে ফাঁস করে দেওয়া হয়েছিল নীল ছবির সাইটে। সেই মর্ফড ছবি পৌঁছেছিল বন্ধুদের হাতেও। চরম হেনস্থার শিকার হয়েছিলেন স্কুলে, জানিয়েছেন অভিনেত্রী।