J P Nadda News

‘দেশের বিকাশ করব, মা আমার দলকে শক্তি দাও’, দক্ষিণেশ্বরে ভবতারিণীর চরণে প্রার্থনা নড্ডার

শুরু হয়ে গেল লোকসভা ভোটের প্রস্তুতি। ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে দেড় দিনের সফরে বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডা।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ১৬:০১
Share:
Advertisement

শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের প্রস্তুতির। জাতীয় নির্বাচনের আগে আবার পশ্চিমবঙ্গ সফরে বিজেপির রাজ্য সভাপতি জগৎপ্রকাশ নড্ডা। রবিবার সকালে দক্ষিণেশ্বরে গিয়ে ভবতারিণী মন্দিরে কালী দর্শন করলেন তিনি। পুজো দিয়ে এসে সংবাদমাধ্যমে নড্ডা বলেন, “দক্ষিণেশ্বরের এই মন্দির থেকেই ঋষিমুনিরা স্বাধীনতা সংগ্রামের প্রেরণা পেয়েছেন। আমি কালী মায়ের কাছে আশীর্বাদ চেয়েছি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেন ভারতের বিকাশ করতে পারি, তার জন্য আমাকে, আমাদের সহকর্মীদের এবং আমার দলকে আপনি শক্তি দিন।” এ দিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর তিনি চলে যান দলীয় কর্মসূচিতে। রাজ্য বিজেপি আয়োজিত জনপ্রতিনিধি সভায় অংশ নেন জেপি নড্ডা। সেখানে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রের দুই মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুভাষ সরকার, সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement