পাখিশুমারির কাজ শুরু হল মালদহ জেলার আদিনা ডিয়ার ফরেস্টে। প্রতি বছর বর্ষার সময় এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ এবং সাইবেরিয়া থেকেও বিদেশি পাখির দল আসে। পাখিদের সঠিক সংখ্যা জানতেই মালদহের বন দফতরের উদ্যোগে শুরু হয়েছে পাখিশুমারির কাজ।গত বছর ৩৩ হাজার পাখি আদিনা ডিয়ার ফরেস্টে বাসা বেঁধেছিল। মালদহের গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতে রয়েছে প্রায় ১০০ একর জমির উপর আদিনা ডিয়ার ফরেস্ট।