মৌসম ভবনের পরিসংখ্যান জানাচ্ছে, দেশে ফি বছর গড়ে ২৫৫০ জন মারা যান বজ্রপাতে। প্রতি বার প্রাক্বর্ষায় বাজ পড়ে মৃত্যুর মিছিল দেখে এ রাজ্যও। প্রযুক্তির উপর ভরসা বেড়েছে। বাজের পূর্বাভাস দেওয়ার জন্য, আইআইটিএম-পুনের সহযোগিতায় অ্যাপ চালু করেছে মৌসম ভবন। কিন্তু মাথায় বাজ পড়া ঠেকানো যাচ্ছে না। উল্লেখযোগ্য, ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা এখনও বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগের আওতায় রাখে না। অথচ পরিবেশবিদদের দাবি, বাজ পড়ে মৃত্যুর হার ঊর্ধ্বগামী। কিন্তু এত বাজ কেন? জলবায়ু পরিবর্তন? দূষণ? কী বলছেন আবহাওয়াবিদ এবং ভূবিজ্ঞানীরা?