সুরেলা সফর শেষ হল সোমবার সন্ধ্যায়
ভূপিন্দর সিংহ সঙ্গীতজীবনের শুরুটা করেছিলেন ‘অল ইন্ডিয়া রেডিও’ দিল্লিতে। গিটার বাজাতেন। মাঝেমধ্যে গানও গাইতেন। তবে গোড়ার দিকে মূলত যন্ত্রসঙ্গীত শিল্পী হিসাবেই ছিল মূল পরিচিতি। শুধু হিন্দি নয়, অন্যান্য ভাষাতেও তিনি গান গেয়েছেন। বাংলা ছবি ত্রয়ীর গান ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও মন টানে। গানের সঙ্গে সঙ্গে গিটার বাজানোও তাঁর অন্যতম পছন্দের বিষয় ছিল। রাহুল দেব বর্মণের একাধিক গানে গিটার বাজিয়েছেন তিনি। পণ্ডিত যশরাজের কন্যা দুর্গা যশরাজ জানিয়েছেন, ‘চুরালিয়া হ্যায় তুমনে যো দিল কো’ গানটির প্রথম থেকে শেষ অবধি গিটার বাজিয়েছেন ভূপিন্দর। প্রথম দিকে গান বা বাদ্যযন্ত্র কোনওটাই ভাল লাগত না। তবু বাড়ির চাপের গান শিখতে হত। কখন যে সেই গানকেই ভালবসে ফেললেন ভূপিন্দর! তাঁর সেই সুরেলা সফর শেষ হল সোমবার সন্ধ্যায়। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভূপিন্দর সিংহ।