২০১৪ সালে তৃণমূলের হাত ধরে রাজনীতিতে নামেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। বাংলায় দু’বার ভোটে লড়েছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। তার পর বাংলা ছেড়ে সিকিমে গিয়েছেন। তৈরি করেছেন নিজের রাজনৈতিক দল। সিকিমে ভাইচুং ভোটে লড়েছেন আরও চার বার। কোনও ভোটেই জয়ের মুখ দেখতে পারেননি একদা কলকাতা ময়দানের ‘পাহাড়ি বিছে’ ভাইচুং ভুটিয়া। তাঁরই সতীর্থ কল্যাণ চৌবেও ইদানীং রাজনীতিতে। তিনি এর আগে ভোটে লড়েছেন দু’বার। জয়ের মুখ দেখতে পাননি। এ বার মানিকতলা উপনির্বাচনে আবার বিজেপি প্রার্থী লড়তে নেমেছেন।