কাবেরীর জলের ‘বড় অংশ’ তামিলনাড়ুকে দেওয়া হচ্ছে অভিযোগ তুলে কর্নাটকে জোড়া বন্ধের ডাক দিল সে রাজ্যের কৃষক সংগঠনগুলি। মঙ্গলবার রাজধানী বেঙ্গালুরু এবং শুক্রবার গোটা কর্নাটকে বন্ধের ডাক দেওয়া হয়েছে। এ দিন বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় কৃষক সংগঠনগুলি। ডাক দেওয়া হয় ‘রেল রোকো’ কর্মসূচিরও। এই বিতর্কে কংগ্রেসের দিকে আঙুল তুলে বিজেপির অভিযোগ, ‘ইন্ডিয়া’ জোটের বাধ্যবাধকতা থেকেই ডিএমকে-র চাপে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটকের কংগ্রেস সরকার।
কাবেরী নদীর জলবন্টন নিয়ে তামিলনাড়ু এবং কর্নাটকের বিবাদ অবশ্য নতুন নয়। দক্ষিণ ভারতের এই নদীটির কর্নাটকে উৎপত্তি। তার পর তামিলনাড়ুতে ঢুকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে গোদাবরী, কৃষ্ণার পর দক্ষিণ ভারতের তৃতীয় বৃহত্তম নদী কাবেরী।