‘তমসো মা জ্যোতির্গময়’ লেখা ব্যানার, ভেসে এল স্লোগান- ‘সব শিল্পীর এক স্বর, জাস্টিস ফর আরজি কর’। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার মিছিলে একজোট হলেন বাংলার তাবড় শিল্পীরা। নব নালন্দা থেকে সাদার্ন অ্যাভিনিউ হয়ে এই মিছিল পৌঁছল গোলপার্কে। গান গাইতে গাইতেই মিছিলে হাঁটলেন যন্ত্রশিল্পীরাও। মিছিলে পা মেলালেন অঞ্জন দত্ত, রূপম ইসলাম, অনুপম রায়, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচী, কৌশিকী চক্রবর্তী, অন্তরা চৌধুরী, দেবজ্যোতি মিশ্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শুভমিতা, জয়তী চক্রবর্তী, জয় সরকার, সিধু, পটা, অন্বেষা, ইমন, লগ্নজিতা, অনীক, ইমন, সৌম্যজিৎ-সৌরেন্দ্র, পৌষালী সহ আরও অনেকে। মেয়েদের রাতের শিফটে কাজ কমিয়ে দেওয়ার ভাবনাকেও ধিক্কার জানালেন শিল্পীরা।