বালুরঘাটে জন্ম, সেখান থেকে কলকাতা এসেছিলেন ছেলেবেলায়। শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন তিনি। ইঞ্জিনিয়ারিং পড়েও গানের জগতে আসা। বাংলা গান দিয়েই কেরিয়ারের শুরু। এমএম ক্রিমের একটি ফোনই জীবনের টার্নিং পয়েন্ট মধুবন্তী বাগচির। বর্তমানে মুম্বইয়ে থাকেন। রানি মুখোপাধ্যায়ের লিপে গান, সঞ্জয়লীলা ভন্সালীর পরিচালনায় গান রেকর্ডের পর সদ্য ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ তাঁর মুকুটে নতুন পালক যোগ করেছে।