প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: শীর্ষেন্দু
এক সময় বর্ষবরণের বহু আগেই শেষ হয়ে যেত হালখাতার ভান্ডার। এখন বছর ঘুরলেও দোকানে পড়ে পড়ে পচে যায় লাল কাপড়ের হিসাবখাতা। ডিজিটাল ভারতে কম্পিউটারই ভরসা। হাতে হাতে স্মার্টফোন। বদলেছে ব্যবসার ধরন। অমিল হালখাতার কারিগরও। বৈঠকখানার পাইকারি বাজারের হালখাতা ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগে চৈত্র মাসে ১০ থেকে ১২ লক্ষ টাকার বিক্রি হত। এ বছর ব্যবসা কমে দাঁড়িয়েছে মাত্র দু’লক্ষ টাকার আশেপাশে। নবীনের চাপে ধুঁকছে পুরাতন। অগত্যা ব্যবসা বন্ধের কথা ভাবতে হচ্ছে অনেক হালখাতা বিক্রেতাকেই।