প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত
বাংলা মাধ্যমে পড়াশোনা করা পড়ুয়াদের অনেককেই উচ্চশিক্ষার সময় সমস্যার সম্মুখীন হতে হয়। ভাষাগত আড়ষ্টতার কারণে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সেই সমস্যাকে তুলে ধরে মাতৃভাষায় পড়ার সুযোগের দাবিতে চলছে আন্দোলন। ১৬ দিন ধরে চলছে এই আন্দোলন। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কর্তৃপক্ষ বিশেষ ক্লাসের বিষয়ে ভাবনাচিন্তা করছেন। তবে এই সমস্যার সমাধান কী, উচ্চশিক্ষায় ইংরেজির প্রয়োজনীয়তা কতখানি সে বিষয়ে আনন্দবাজার অনলাইনকে নিজের মত জানালেন শিক্ষাবিদ পবিত্র সরকার।