সম্পাদনা: সৈকত
স্বর্ণপাত ব্যবহার করে দুর্গার ছবি আঁকলেন শিল্পী শুভ্রা চন্দ। শিল্প মাধ্যমে মূলত আধ্যাত্মিকতাই আধার শুভ্রার। দুয়ারে দুর্গাপুজো, তার আগে কলকাতায় একা প্রদর্শনী করতে এসে সেই আধ্যাত্মিকতাকেই বেছে নিলেন শিল্পী। সাদা ক্যানভাসে শুভ্রার তুলির টানেই তৈরি হল রঙের ছটা। দুর্গার ছবি আঁকলেন প্রবাসী বাঙালি, শিল্পী শুভ্রা চন্দ। নিজের আঁকা ছবিতে তিনি ব্যবহার করলেন স্বর্ণপাত। শিল্পীর কথায়, “আমার কাজে সবসময়ই সোনার ব্যবহার হয়। আমি স্বর্ণপাত ব্যবহার করে মায়ের (দুর্গা) মুখ এঁকেছি। আর ছবিতে সেই সব রঙই ব্যবহার করেছি, যা শক্তির আধার।”