Kanchan-Sreemoye Controversy
এই আঘাতটা মানুষ চট করে ভুলবে না, গাড়িচালকেরাও তো কাঞ্চন মল্লিকের দর্শক: ঋদ্ধি সেন
‘আমি ওই অনুষ্ঠানে থাকলে কাঞ্চনদাকে জিজ্ঞেস করতাম কেন করলে এ রকম?”, বললেন ‘রক্তবীজ’ ছবির কাঞ্চনের সহ-অভিনেতা সত্যম ভট্টাচার্য।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৬:২৯
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের রিসেপশন পার্টির নির্দেশিকা নিয়ে সরগরম সমাজমাধ্যম। অনুষ্ঠানের বাইরে বোর্ডের লেখার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘‘দয়া করে সাংবাদিক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকের প্রবেশ নিষেধ।’’ সম্প্রতি, এই ব্যাপারে সাফাইও দেওয়া হয়েছে তাঁদের তরফে। কাঞ্চন-শ্রীময়ীর এই মনোভাব নিয়ে এ বার মুখ খুললেন টলিপাড়ার বিশিষ্টজনেরা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)