প্রতিবেদন: সুদীপ্তা
শহীদ মিনারে সকাল থেকে রাত হাজারো বাজির সম্ভার। সবই অবশ্য সবুজ বাজি, মোড়কে ‘কিউআর কোড’। কালীপুজো পর্যন্ত খোলা থাকবে বাজার। এ বারে রাজ্যজুড়ে ১৭০টি বাজির বাজার হচ্ছে। যার মধ্যে এ শহরেই তিনটি। শহীদ মিনারের পাশাপাশি টালা পার্ক এবং যাদবপুরেও বসেছে বাজির বাজার। আতশবাজি ব্যবসায়ী সমিতির দাবি, একসঙ্গে এতগুলি বাজি বাজার নজিরবিহীন। বাজারে বিক্রি হওয়া শব্দবাজির ডেসিবেল ১২৫-এর মধ্যেই রাখা হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শহীদ মিনারের নীচের বাজারে প্রথম দিনের ব্যবসা কেমন? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।