প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তাল ক্যাম্পাস। পরিবারের অভিযোগ, র্যাগিংয়ের শিকার হয়েছেন স্বপ্নদীপ। স্বপ্নদীপের মৃত্যু যে স্বাভাবিক নয় তা মেনে নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে অধ্যাপক সকলেই। এই ঘটনার পর হস্টেলে নিজের অভিজ্ঞতা সমাজমাধ্যমে লিখলেন তাঁর সহপাঠী অর্পণ মাঝি। স্বপ্নদীপের মতোই প্রথম বর্ষের ছাত্র পড়ুয়া অর্পণ, তবে বিভাগ আলাদা— ভূতত্ত্ব। অর্পণের অভিজ্ঞতার ছত্রে ছত্রেও সেই র্যাগিং-তত্ত্বই।