প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
সরস্বতী পুজোর আগে কুল খাওয়া বারণ! অনেকেরই বিশ্বাস, সরস্বতী পুজোর আগে কুল খাওয়া মানেই পরীক্ষায় অবধারিত ভাবে অকৃতকার্য হওয়া! এমন ভয় দেখিয়ে বাড়ির বাচ্চাদের সরস্বতী পুজোর আগে কুল খাওয়া থেকে বিরত রাখতেন মা-ঠাকুমারা। কিন্তু সে সব তো পুরনো কাসুন্দি। হালফিলের ‘জেন জ়ি’? তারাও কি এই প্রচলিত বিশ্বাসে অনুমোদন দেয়? সরস্বতী পুজোর আগে কুল নিয়ে অকুতোভয় ‘কুল’ প্রজন্ম?