পুরসভার অনুমতি ছাড়াই চলছিল প্রাচীন বটগাছের ডাল ছেঁটে ফেলার কাজ। বৈদ্যবাটি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এসসিএম রোডের নিমাইতীর্থ ঘাট সংলগ্ন এলাকার ঘটনা। শেষ পর্যন্ত বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধানের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ হয়। তিনি জানিয়েছেন, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার ধারে গত মঙ্গলবার থেকে বটগাছের ডালপালা কাটা হচ্ছে। খবর পেয়ে বৃহস্পতিবার ছুটে যান বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো। যাঁরা গাছ কাটছিলেন, তাঁদের ধমক দিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন পিন্টু। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত তাপসকুমার দত্তের দাবি, গাছ তিনি কাটেননি। শুধুমাত্র ডালপালা কেটেছেন।