উত্তাল ছাত্র আন্দোলনে দিশেহারা বাংলাদেশে সব থেকে বেশি দিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর জানুয়ারি মাসে চতুর্থ বারের জন্য ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। নতুন সরকারের ‘মধুচন্দ্রিমা’ কাটতে না কাটতেই প্রশ্নে নেতৃত্ব! দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৭টি জেলাই অগ্নিগর্ভ। সংরক্ষণ বিরোধী আন্দোলন ঠেকাতে দেশে সম্পূর্ণ শাটডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার। বন্ধ বিমান পরিষেবা। থমকে রেল। চলছে না ইন্টারনেট। গোটা দেশে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ সরকারি এবং বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ। এমনকি সরকারি অনুমোদনপ্রাপ্ত মেডিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং কলেজের পঠনপাঠনও বন্ধ।