মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ ফিরিয়ে আনার সিদ্ধান্ত ‘বেআইনি’। ২১ জুলাই, রবিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩০ শতাংশ নয়, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ থাকবে কেবলমাত্র ৫ শতাংশ। ২ শতাংশ সংরক্ষণ থাকবে জাতিগত সংখ্যালঘু, রূপান্তরিত নাগরিক এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য। বাকি ৯৩ শতাংশেই অগ্রাধিকার পাবে মেধা। সুপ্রিম সিদ্ধান্তে নিজেদের জয় দেখলেও সরকারের কাছে নতুন করে তিনটি দাবি রাখলেন আন্দোলনকারীরা। আন্দোলনে সামিল হওয়া নেতাদের নিঃশর্ত মুক্তি, কারফিউ প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়গুলো ফের খুলে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। সরকারকে সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা।