রেফারির বাঁশি, বুটের শব্দ আর গ্যালারির কোলাহল— জন্মান্ধ প্রদীপ খেলা দেখেন কান দিয়ে!
প্রদীপ দাস। ইস্টবেঙ্গলের একজন অন্ধভক্ত। যিনি খেলা দেখেন কান দিয়ে। যার কানই আসলে তাঁর চোখ।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৪ ১৫:০৮
Share:
Advertisement
প্রদীপ দাস। বয়স ৫৫। বাড়ি হাওড়ার সালকিয়ায়। রসিক কৃষ্ণ লেনের এই বাসিন্দা ২৭ বছর ধরে লাল হলুদের ভক্ত। শুধু ভক্ত বললে প্রদীপের প্যাশনের প্রতি সুবিচার করা হবে না। তিনি আক্ষরিক অর্থেই ইস্টবেঙ্গলের ‘অন্ধভক্ত’।