Gautam Adani in Bribery Case

ঘুষ নয়, আদানিদের বিরুদ্ধে অন্য অভিযোগ! দাবি মোদীঘনিষ্ঠ শিল্পগোষ্ঠীর, তোলপাড় সংসদ

আদানি গোষ্ঠী বিবৃতি জারি করে দাবি করেছে যে, গৌতমেরা ঘুষ-কাণ্ডে অভিযুক্তই নন। এরই মধ্যে আদানি নিয়ে আলোচনার বিরোধীদের দাবি মানেনি সরকার। তা নিয়ে গোলমালে পণ্ড সংসদের অধিবেশন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৩:০৪
Share:
Advertisement

আদানিদের ঘুষ-কাণ্ড নিয়ে যখন তোলপাড় দেশ, তখন বিবৃতি জারি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সংস্থা দাবি করল, আমেরিকায় গৌতম আদানি-সহ তিন জনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগই ওঠেনি। আমেরিকার ন্যায়বিচার দফতর শিল্পপতি গৌতম আদানি, ভাইপো সাগর এবং সংস্থার শীর্ষকর্তা বিনীত জৈনকে অন্য তিনটি অভিযোগে অভিযুক্ত করেছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। তার মাঝেই আদানির পক্ষ নিয়ে সংবাদমাধ্যমে সওয়াল করতে শুরু করে দিয়েছেন মুকুল রোহতগি, মহেশ জেঠমালানির মতো তাবড় আইনজীবীরা। এ দিকে, আদানি নিয়ে আলোচনার দাবিতে বুধবারও বিরোধীদের হৈ-হল্লায় দিনের মতো মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও আদানির গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement