আদানিদের ঘুষ-কাণ্ড নিয়ে যখন তোলপাড় দেশ, তখন বিবৃতি জারি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সংস্থা দাবি করল, আমেরিকায় গৌতম আদানি-সহ তিন জনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগই ওঠেনি। আমেরিকার ন্যায়বিচার দফতর শিল্পপতি গৌতম আদানি, ভাইপো সাগর এবং সংস্থার শীর্ষকর্তা বিনীত জৈনকে অন্য তিনটি অভিযোগে অভিযুক্ত করেছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। তার মাঝেই আদানির পক্ষ নিয়ে সংবাদমাধ্যমে সওয়াল করতে শুরু করে দিয়েছেন মুকুল রোহতগি, মহেশ জেঠমালানির মতো তাবড় আইনজীবীরা। এ দিকে, আদানি নিয়ে আলোচনার দাবিতে বুধবারও বিরোধীদের হৈ-হল্লায় দিনের মতো মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও আদানির গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন।