বাগুইআটি জোড়া খুন তদন্ত: ঘটনাস্থলে ফরেন্সিক
বাগুইআটির জোড়া খুনে ব্যবহার করা গাড়িটি পুলিশ এনে রেখেছিল বাগুইআটি থানার চত্বরেই। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ গাড়িটি পরীক্ষা করতে আসেন সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। সূত্রের খবর, ফরেন্সিকের বায়োলজি এবং ফিজিক্সের বিশেষজ্ঞরা এসেছিলেন। বাগুইআটির দুই ছাত্রকে হত্যার ঘটনায় ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে সিআইডি। তবে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরি এবং তাঁর আরও এক সঙ্গী এখনও অধরা। ফরেন্সিকের বায়োলজি টিম যেখানে গাড়ির ভিতরে সত্যেন্দ্রদের ফেলে যাওয়া সূত্রের খোঁজ করেছেন, সেখানে ফিজিক্স টিম সম্ভবত খতিয়ে দেখেছেন।