প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: শুভদীপ
দশমীর সকাল। হিন্দু বাঙালির বিশ্বাস, পাঁচ দিন বাপের বাড়ি কাটিয়ে শিবের ঘরণী উমা ফিরে যাবেন তাঁর শ্বশুরবাড়ি হিমালয়ে। দশমীতে ‘মা’কে সিঁদুরে রাঙিয়ে বিদায় জানানোই রীতি। শহরের নানা প্রান্ত, এমনকি আশেপাশের জেলা থেকে বাগবাজারের সিঁদুর উৎসবে অংশ নিতে ভিড় করেন মানুষ। এ বারেও তাঁর অন্যথা নেই। আনন্দবাজার অনলাইনে সরাসরি বাগবাজারের ঐতিহ্যবাহী সিঁদুরখেলা।