শেষ মিনিটের পরিবর্তনে বিশ্বকাপ দলে ঢুকে পড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১১ সালের বিশ্বকাপের পর ভারতে আয়োজিত এ বারের বিশ্বকাপেও অংশগ্রহণ করতে দেখা যাবে অফ স্পিনার অলরাউন্ডারকে। মহেন্দ্র সিংহ ধোনির বিশ্বকাপজয়ী দলে বিরাট কোহলির সঙ্গে খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা দু’জনেই অশ্বিনের অন্তর্ভুক্তিতে ‘খুশি’। যদিও ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহালের মতো ক্রিকেটার থাকতেও কেন ৩৭ বছরের অশ্বিনকেই বেছে নেওয়া হল, প্রশ্ন ক্রিকেটমহলে। অভিজ্ঞতার জোরে অশ্বিন জায়গা পেলেও বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ মনে করেন, এই ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত ছিল যুজবেন্দ্র চহালের। ‘রিস্ট স্পিনার’-এর দলে ঠাঁই না হওয়া নিয়েই প্রশ্ন যুবরাজের।